রাঙ্গুনিয়ায় বাঙ্গি ক্ষেতে স্কুলছাত্রের গলাকাটা লাশ

আগের দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি সে

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৪:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একদিন আগে নিখোঁজ হওয়া এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিলের বাঙ্গি ক্ষেত থেকে তার গলাকাটা নিথর দেহ উদ্ধার হয়। তার নাম মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭)। সে একই ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে এবং পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এই ঘটনায় নিহত শাহেদের মা জান্নাতুল ফেরদৌস বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিবাদী করে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্বজনরা জানান, গত সোমবার সন্ধ্যায় মাবোনের সাথে মাগরিবের নামাজ আদায় শেষে কোরআন তেলোয়াত করে শাহেদ। এরপর বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। রাতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকেই পরিবারটি চরম উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও গভীর দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছিল। একপর্যায়ে রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরই মধ্যে মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের বাঙ্গি ক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা স্থানীয়দের। তবে কি কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটালো তা জানা যায়নি। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সরজমিনে দেখা যায়, মরদেহ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই নৃশংস ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নিহত কিশোরের পরিবার দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধআমিরাত থেকে আসা ৮৩৭ কেজি রং ফর্সাকারী ক্রিম জব্দ