রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন মোহাম্মদ ফোরকান উদ্দিন (২২), মোহাম্মদ সফি (৩৫) ও মোহাম্মদ মুফিজ (৩২)। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নেজামশাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ধামাইরহাট দিক থেকে আসা একটি সিএনজিচালিত টেক্সি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা চালকসহ আরো দুই জন আরোহী সড়ক থেকে ছিটকে পড়ে যায়। আহতদের মধ্যে মুহাম্মদ মুফিজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুইজনকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।