রাঙ্গুনিয়ায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধামাইরহাট- রাজারহাট সংযোগ সড়কের ঘাগড়াখাল ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কৃষক আজিম উদ্দিন বলেন, রোববার বিকেল ৫টার দিকে কাক উড়তে দেখে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরও বলেন, লাশের পরনে লুঙ্গি এবং ছাই রঙের একটি শার্ট ছিল। ডান পায়ের সব আঙ্গুল গোড়া থেকে কাটা ছিল। লাশটির মাথা আগুন দিয়ে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেয়া হয়েছে।
লাশের আলামত দেখে বুঝা যাচ্ছে এটিকে বিভৎসভাবে মেরে লাশ গুমের উদ্দেশ্যে লোকালয় থেকে গভীরে এনে নির্জন এই স্থানটিতে ফেলে দেয়া হয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম বলেন, এটি একটা পুরুষ ব্যক্তির লাশ। যেটি আনুমানিক ৮/১০ দিনের পুরাতন হতে পারে। এটি পঁচে গিয়ে শরীরে পোকা ধরেছে। আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছি।