রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সোমবার ভোররাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড পশ্চিম পাল পাড়ায় ডাক্তার রতন পালের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে নিজের বসতঘরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে দাবি করে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। মামলায় জাহাঙ্গীর ওরপে বদি জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাহাঙ্গীর উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের নইন্নের বাড়ি এলাকার বাসিন্দা। জানা যায়, ডাক্তার রতন পালের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার তিন কক্ষ বিশিষ্ট একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ রতন পাল দাবি করেন, শত্রুতার জেরে কে বা কারা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় তিনি মামলা দায়ের করেছেন জানিয়ে বলেন, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাহেদুর রহমান বলেন, ঘণ্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।











