রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বনকর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে কোদালা বিট কর্মকর্তা মো. হাসানুজ্জামান বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ রহিম (২৬), জায়তুন নূর বেগম (৪৫), মো. আরফাত (১৮), রিকু আক্তার (২৪), মো. শফিউল আলম (২৬) ও আবু তালেব (৫০)।
পার্কের সহকারী পরিচালক হাসিবুর রহমান বলেন, গত সোমবার সকাল ১০টার দিকে শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্কের সীমানা প্রাচীরের ভেতরে অবৈধভাবে নির্মিত বসতঘর উচ্ছেদে যায় বনবিভাগের লোকজন। অভিযান শেষে ফেরার পথে বনবিভাগের লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় সেলিমের নেতৃত্বে ২০/৩০ জন নারী-পুরুষ। এতে ১৪ বনকর্মকর্তা আহত হয়। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।












