রাঙ্গুনিয়ায় বজ্রপাতে এক তরুণ মারা গেছেন। আহত হয়েছেন আরো একজন। নিহত তরুণের নাম মো. ফারুক(১৯)। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া ত্রিপুরা সুন্দরী এলাকার খোরশেদ আলমের ছেলে।
আহত মো. শরীফ (১৭) একই এলাকার কালা মিয়ার ছেলে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
পদুয়া ইউনিয়ন পরিষদ(ইউপি) সদস্য কাজী মোহাম্মদ আরকান বলেন, “ধান মাড়াইয়ের কাজ সেরে স্থানীয় একটি বিল থেকে ফিরছিলেন ফারুক ও শরীফ। হঠাৎ বজ্রপাতে দু’জন আহত হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাদের।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাগিব বিন হারুন বলেন, “মো. ফারুককে মৃত অবস্থায় সন্ধ্যা ৬টার পর হাসপাতালে আনা হয়। এর পর পরই মো. শরীফকে আহত অবস্থায় আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।”