রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব–১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ। এরই মধ্যে ফাইনালে উঠেছে দক্ষিণ রাজানগর ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া পৌরসভা। গত বৃহস্পতিবার ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে দক্ষিণ রাজানগর ইউনিয়ন ১–০ গোলে লালানগর ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় সেমিফাইনালে রাঙ্গুনিয়া পৌরসভা দল ১–০ গোলে মরিয়মনগর ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে খেলা নিশ্চিত করে। এই দুই দল ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে। আজ শনিবার বিকাল ৩টায় একই মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গত বৃহষ্পতিবার খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার, মুজিবুল হক হিরু, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এনামুল হক, সদস্য মোহাম্মদ আলী, পিপলু বড়ুয়া, আলী আকবর, দাউদুল ইসলাম, আব্দুল মালেক সাংবাদিক জগলুল হুদা, মুক্তি সাধন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী।