রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব–১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে গতকাল শনিবার বিকালে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উদ্বোধক ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এরশাদ মাহমুদ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, আকতার হোসেন খান, মো. মহিউদ্দিন, সুমন শর্মা, খাইরুল আলম, হারুন আল রশিদ, এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, আলী আকবর, পেয়ারুল ইসলাম, আলম আজমগীর, রাসেল রাসু প্রমুখ। উদ্বোধনী খেলায় পদুয়া ইউনিয়ন এবং লালানগর ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে খেলা ১–১ গোলে ড্র হয়। টাইব্রেকারে লালানগর ইউনিয়ন জয় লাভ করে।












