রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট কাল শুরু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

 

 

রাঙ্গুনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব১৭) আগামীকাল ২০ মে শুক্রবার ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে শুরু হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে মোট ১৬টি দল। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইফতেখার ইউনুস। সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সহ সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, হারুন উর রশিদ, ক্রীড়ানুরাগী জসিম উদ্দিন তালুকদার, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এমরুল করিম রাশেদ, সদস্য মুক্তি সাধন বড়ুয়া, পিপলু বড়ুয়া, আবদুল মালেক, আলী আকবর, সাংবাদিক জগলুল হুদা, মীর আজমগীর প্রমুখ। এদিন লটারির মাধ্যমে অংশ নেওয়া দলগুলোর গ্রুপিং এবং ফিকশ্চার তৈরী করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপর্দা উঠল ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের
পরবর্তী নিবন্ধমাস্টার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ট্রফি এবং জার্সি উন্মোচন