রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার ব্যতিক্রমধর্মী সামাজিক ও মানবিক পেশাজীবী সংগঠন ‘আড্ডা’ প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন করেছে। ফাইনাল খেলায় অনির্বাণ সংঘ ২–০ গোলে আড্ডা ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল সমাজে মাদক, চুরি–ডাকাতি ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এবং যুবসমাজকে ক্রীড়ার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী নুরুল হক মাস্টার,মো. নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন, এসকান্দর মিঞা, প্রদীপ মুৎসুদ্দী, মো. নুরুল আমিন, মাহাবুবুল আলম সিকদার, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। এছাড়া সংগঠনের সকল সদস্য, স্থানীয় তরুণ, ক্রীড়াপ্রেমী এবং গ্রামের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।












