রাঙ্গুনিয়ায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দিন–দুপুরে সুকৌশলে বাড়িতে ঢুকে স্বর্ণ, মোবাইলসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে এক নারী। গতকাল শুক্রবার দুপুরে চন্দ্রঘোনা বনগ্রাম আজিজনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
সিসি ক্যামরায় দেখা যায়, দুপুর ১টায় চোর চক্রের এক নারী সদস্য প্রবাসী মোহাম্মদ আবু সৈয়দের বাড়িতে কৌশলে প্রবেশ করে। বোরকা পরিহিত ওই নারী কক্ষে প্রবেশ করে দুটি মোবাইল ফোন ও আলমিরা খুলে স্বর্ণের কানের দুল নিয়ে যায়। পরিবারের সদস্যরা তখন নামাজ ও পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন।
প্রবাসীর শ্যালক মোহাম্মদ আবু বক্কর জানান, প্রবাসী তার মোবাইল ফোন খুঁজে না পাওয়ায় সিসি ক্যামরায় চেক করলে দুর্ধর্ষ চুরির ঘটনাটি জানতে পারেন। আবু সৈয়দ কিছুদিন আগে দেশে ছুটিতে আসেন। ছুটি প্রায় শেষের দিকে। মোবাইল ফোনে তার সমস্ত ভিসার কাগজপত্র সংরক্ষিত আছে। মোবাইলটি ফেরত না পেলে তিনি অনেক সমস্যায় পড়বেন বলে জানান।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।












