রাঙ্গুনিয়ায় প্রবাসীর ঘরে ডাকাতির অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্য বেতাগী এলাকায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে মধ্য বেতাগী আমির মোহাম্মদ তালুকদার বাড়ির প্রবাসী মমতাজ আলম, খোরশেদ আলম ও সৈয়দ আলমের বসতঘরে এই ঘটনা ঘটে। মুখোশ পরা ১০১২ জন ডাকাত দল দেয়াল টপকে ঘরে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ সময় ডাকাতদের হামলায় দুইজন আহত হয়েছেন।

ভুক্তভোগী বেগম মমতাজ জানান, তিনি অসুস্থ থাকায় রাতের বেলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ মুখোশধারী ডাকাতরা পেছনের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে। প্রতিবাদ করতে গেলে পরিবারের সদস্য খালেদ আহমদ (২৪) ও জাবের আলমকে (২৮) আঘাত করা হয়। পরে সবাইকে একরুমে আটকে রেখে আলমিরা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার, ব্যাংকের চেকবই ও কয়েকটি ডিপিএসের কাগজপত্র নিয়ে যায় ডাকাতরা। আহত খালেদ আহমদ বিষয়টি রাঙ্গুনিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশাকরি দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মোবাইল কোর্টে ১৭ মামলায় ৩৮ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে