রাঙ্গুনিয়ায় প্রবাসীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪৬ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় মোহাম্মদ ইউসুফ আলী(৪৫) নামে এক প্রবাসীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি রাতে প্রবাসী ইউসুফের স্ত্রী শাহিনুর আকতার শামীম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করা হয়েছে।

পরে একইদিন রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো উপজেলার ইসলামপুর বগাবিলী গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. মামুন (৩২) ও একই এলাকার মৃত তোফায়েল আহমদের ছেলে আবু বক্কর (৪৮)। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

মামলার বাদী শাহিনুর আক্তার জানান, তার স্বামী মোহাম্মদ ইউসুফ আলী উপজেলার রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাবিলী গ্রামের আবদুল হাকিমের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়বের বড় ভাই। গত ২ ফেব্রুয়ারি সন্ত্রাসী হামলার শিকার হয়ে এখন পর্যন্ত তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

হামলার বিষয়ে ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, “গত নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আজগর। নির্বাচনের পর থেকে আজগরের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী দল প্রবাসী শফিউল, সিএনজিচালিত অটোরিকশা চালক হৃদয় এবং তাদের পর আমার ওপরও হামলা চালিয়ে গুরুতর আহত করে। আমরা মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হলে এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। এলাকাবাসীও এর প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন করে। এই ঘটনার মাস না পেরোতেই এবার আমার প্রবাসফেরত বড় ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে এই চক্রটি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব মিল্কী বলেন, “এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করেছে। থানায় মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় যাত্রীবাহী বাসে ৭ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে স্বতন্ত্র ১৩, নৌকা ৪ ইউপিতে জয়ী