রাঙ্গুনিয়ায় প্রচারণা শুরু

ইউপি নির্বাচন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৯:৪১ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় প্রতীক পেয়েই প্রার্থীরা শুরু করেছেন বিরামহীন প্রচারণা। চেয়ারম্যান পদে ৫ ইউনিয়নে এবং ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য পদে উপজেলার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর। নির্বাচনে ১০ চেয়ারম্যান প্রার্থী সহ ৪৩১ জন বৈধ প্রার্থীর পদচারণায় এখন মুখর এখন রাঙ্গুনিয়ার মাঠ-ঘাট।

আজ শনিবার (১৩ নভেম্বর) দুপুরে সরেজমিনে উপজেলার দক্ষিণ রাজানগরে গিয়ে দেখা যায়, এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমদ ছৈয়দ তালুকদারের সমর্থনে মোটর শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টার দিকে শোভাযাত্রাটি ইউনিয়নের ধামাইরহাট ভিএইড পাবলিক চত্বর থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও পথে গণসংযোগ করা হয়। জনসংযোগ শেষে বিকেলে ধামাইরহাট ভিএইড পাবলিক হল প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন তালুকদার, ইকবাল হোসেন মিল্টন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নুর লিটন, উপ দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ, সদস্য আবদুর রহিম, এ্যাডভোকেট নিখিল কুমার নাথ, ইউনিয়ন আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছের উদ্দিন রিয়াজ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিকু শীল প্রমুখ।

একইভাবে উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যরা প্রচারণা চালালেও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থীকে প্রচারণা চালাতে দেখা যায়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজীদ আলম জানান, প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের ৩৬ ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধফ্লাইওভারে অটোরিকশার ধাক্কায় স্বাস্থ্যকর্মী আহত
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী গৃহবন্দী!