রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে জায়ান মোহাম্মদ ইজান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইজান কুয়েত প্রবাসী রাজিব হায়দার বাবুলের একমাত্র ছেলে। তাদের বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামে।

নিহত ইজানের নিকটাত্মীয় রাসেল চৌধুরী জানান, ইজান কয়েকদিন আগে তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার নিজ বাড়ি ফিরে আসার কথা। কিন্তু ফেরার পূর্বেই নোয়াগাঁও গ্রামের নানার বাড়ির পাশের পুকুরে অজান্তে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে জন্মনিবন্ধন করতে জালিয়াতি, যুবককে অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধবিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে