রাঙ্গুনিয়ায় পুকুরের ডুবে শিশুর মৃত্যু

স্কুল থেকে ফিরেই খেলতে গিয়ে আর ফেরেনি জামী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ১১:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল রহমান জামী নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল রহমান জামী ওই এলাকার জিন্নাত আলীর ছেলে এবং স্থানীয় বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, জামী দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে ফিরে ব্যাগ রেখেই সবার অগোচরে খেলতে বাইরে যায়। এর কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর, বিকেল আড়াইটার দিকে পার্শ্ববর্তী একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার