রাঙ্গুনিয়ায় পারুয়া যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান হোসেন তালুকদার, পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জাহেদুর রহমান তালুকদার, সদস্য কাজী জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদজ মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সহ সভাপতি পারভেজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, মাহমুদুল হাসান, শুভ শীল, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমেদ, মোহাম্মদ আজিজ হোসেন, আবু রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মুরাদ, আবু তালেব সানি, সাঈদ মাহমুদ রণি, বিজয় কুমার সেন, কাজী মামুনুল হক, কাঞ্চন চৌধুরী সানি, আবদুল্লাহ আল মামুন, জয়শ্রী মল্লীক, গিতা সেন, আবু তৈয়ব, মো. সোহেল প্রমুখ।
সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি ছাড়াও মো. আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন লুৎফর রহমান রিজভী এবং অসীম বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধসিইসি হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত
পরবর্তী নিবন্ধহালিশহরে ৩০ লাখ টাকার ক্রিস্টাল আইসসহ আটক ২