রাঙ্গুনিয়ায় পাটের মোড়ক ব্যবহার না করায় ৫ আড়ত ও রাইস মিলকে জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার ‘শান্তির হাট’ বাজারে পাটজাত মোড়কের (বস্তা) পরিবর্তে প্লাস্টিকের চালের বস্তা ব্যবহারের দায়ে পাঁচটি চালের আড়ত ও অটো রাইস মিলকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। অভিযান সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করা চাল বিভিন্ন জেলার (দিনাজপুর, নওগাঁ ইত্যাদি) নাম ব্যবহার করে প্যাকেটজাত করা হচ্ছিল, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে। এ কারণে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুসারে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে পাট অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বাবুল চন্দ্র দাস উপস্থিত ছিলেন। এ সময় সহায়তা করেন থানা পুলিশের একটি টিম।

পূর্ববর্তী নিবন্ধইতালি থেকে ৪ বাংলাদেশিকে জোরপূর্বক দেশে ফেরত
পরবর্তী নিবন্ধপোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ