রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ৫ ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বাল্কহেড জব্দ করা হয়। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মরিয়মনগর থেকে বেতাগি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন লক্ষীপুর এলাকার জসিম উদ্দিন (৩৫), ইব্রাহিম, ভোলা জেলার মো. ইব্রাহীম (৪৭), বরিশাল জেলার আল আমিন (২৮), বরগুনার আলন হাওলাদার (৩০) এবং বরিশালের সাহিদ হোসেন (২৯)।
জানা যায়, কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে ও ইজারাবহির্ভূত বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়। এতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।