রাঙ্গুনিয়ায় সড়কের পাশে বসা একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল সকালে পোমরা ইউনিয়নে শান্তিরহাট এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী অভিযান চালিয়ে এটি বন্ধ করে দেন। এসময় বাজারের ইজারাগ্রহীতার সহযোগী মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব-৭ এ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লকডাউন কার্যকরে অভিযান চালানোর সময়ে সরকারি নির্দেশনা অমান্য করায় শান্তিরহাট পশুর হাটে অভিযান চালানো হয়। অভিযানে ইজারা গ্রহীতার সহযোগীকে জরিমানা করার পাশাপাশি যথাযথ অনুমতি ব্যতিরেকে রাস্তার পাশে পুনরায় হাট না বসাতে সতর্ক করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, চলমান বিধিনিষেধ অমান্য করে সড়কের পাশে এবং অনুমোদন ছাড়া কোন পশুর হাট বসতে দেওয়া হবে না। যেসব বাজার অনুমোদন সাপেক্ষে বসবে এসব হাটেও জনসমাগম করা যাবে না। সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বসাতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।