বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম–৭ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী ধানের শীষ প্রতীক আনুষ্ঠানিক হাতে পেয়েছেন জানিয়ে রাঙ্গুনিয়াবাসীর দোয়া কামনা করেছেন। তিনি ‘পরিচ্ছন্ন রাঙ্গুনিয়া, গড়বো এবার আমরা’ এই প্রতিপাদ্যে রাঙ্গুনিয়া জুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাঙ্গুনিয়া জুড়ে এখন মাদকের সমস্যা, আশাকরি সবাইকে নিয়ে এই ধরণের সব সমস্যা আমরা সমাধান করতে পারবো। গতকাল বুধবার রোয়াজারহাট বাজারের রাঙ্গুনিয়া ক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. মতিন। রোয়জারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি গাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন সামানজার খান। বক্তব্য রাখেন নোমানুর রশিদ প্রমুখ।
পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যেই পুরো রাঙ্গুনিয়াজুড়ে ২০০টি ময়লার বিন বসানো হয়েছে। ক্রমান্বয়ে আরও দেড়শোটি বিন বিভিন্ন স্থানে বসানো হচ্ছে। এই কাজে ৭০ জন পরিচ্ছন্নতাকর্মী, ১৬ জন্য ভ্যান চালক, ১০ জন সুপারভাইজার এবং কার্যক্রম পরিচালনার জন্য ২ জন প্রকল্প প্রধান নিয়োজিত আছে বলে জানান সংশ্লিষ্টরা।












