রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন ফুটবল দল আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গত শুক্রবার বিকেলে পদুয়া রাজারহাট বাজার সংলগ্ন খেলার মাঠে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সরফভাটা ফুটবল একাদশ এবং পদুয়া খুরুশিয়া ফুটবল দল। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫–৪ গোলের ব্যবধানে সরফভাটা ফুটবল একাদশ জয়লাভ করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। উদ্বোধক ছিলেন পদুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন। সভাপতিত্ব করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক বেদারুল আলম বেদার।
পদুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল হুদা আমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সৈয়দ নুর, মহিবুল্লাহ মারুফী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এস শোয়েব কাদের, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোভেল তানভির, মো. আরিফুল ইসলাম চৌধুরী সবুজ, মো. সালাউদ্দীন, উত্তরজেলা ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী সোহান, ইস্কান্দার মির্জা, জোবায়েত হোসাইন সম্রাট, দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ ছাত্রদল সংগঠক আমিনুল ইসলাম সাব্বির, সাজিদ হোসেন, সামির হোসাইন, ইফতেখার হোসেন, আজাদ তালুকদার, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, সঞ্জয় দে, মো. রানা, মো. আপন, মো. ইমরান প্রমুখ।