রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে অবস্থিত আল্লামা শাহসূফি হযরত নেছার উল্লাহ শাহ (রহ🙂 এর ৬১তম ওরশ শরীফ উপলক্ষে নানা কর্মসূচি শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়ে রাতব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে দুপুর থেকে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, খতমে ফযায়েল, মিলাদ–ক্বিয়াম দরুদ–সালাম পাঠ, শাহসূফি নেছার উল্লাহ শাহ (রহ🙂 এর জীবনী আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। নেছার উল্লাহ শাহ (রহ🙂 এর দৌহিত্র মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্বে এবং আওলাদ আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আজগর আলীর সঞ্চালনায় খতমে বুখারী শরীফে চট্টগ্রামের বিভিন্ন বিখ্যাত উলামায়েকেরাম, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, মোহাদ্দেস, ভাইস প্রিন্সিপালবৃন্দ অংশ নেন। আলোচনায় অংশ নেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মুফতি অছিয়র রহমান আল কাদেরী, চট্টগ্রাম ছোবাহানিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা অধ্যক্ষ জুলফিকার আলী চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা নূর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী, রাসূলাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল আ ন.ম আহমদ রেজা আল কাদেরী, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল কাদের তালুকদার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফটিকছড়ি তেলপারই দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মছিহুদ্দৌলাহ (মা.)। এদিকে ওরশ উপলক্ষে দরবারে হাজার হাজার ভক্তের সমাগম হয়। বর্ণিল সাজে সজ্জ্বিত করা হয় দরবার এলাকা। নানা পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। ছোট–বড় সকল বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।












