রাঙ্গুনিয়ায় নূরের আলো সুপার লিগে চ্যাম্পিয়ন সাউথ ঘাটচেক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার সামাজিক সংগঠন নূরের আলো যুব একতা সংঘের উদ্যোগে আয়োজিত নূরের আলো সুপার লিগ সিজন৩ এ চ্যাম্পিয়ন হয়েছে সাউথ ঘাটচেক টাইটান্স। ফাইনালে তারা শেরে বাংলা ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গত বৃহষ্পতিবার রাতে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। নূরের আলো যুব একতা সংঘের সভাপতি সৈয়দ মো. ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আমিন তারেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সনজীব সুশীল, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, মাহাবুবুল আলম সিকদার, মো. আনোয়ার হোসেন, মো. কাউসার হোসাইন, রুবায়েত সাহেদ সাকো, ওয়ালিউল্লাহ সাগর, ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মনছুর, যুগ্ম আহ্বায়ক আজগর হোসাইন, সদস্য সচিব নাছের উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে সৈয়দ পাড়া তরুণ সংঘের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধঅবশেষে বিদায় বলে দিলেন খাওয়াজা