রাঙ্গুনিয়ায় নারীসহ দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২০ জুন, ২০২১ at ৯:২৯ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় নারীসহ দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহতদের নাম আবদুস সফুর (৩৯) ও সেলিনা পারভিন (৪১)। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার (২০ জুন) সকাল ৬টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ সৈয়দবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আবদুস সফুরের ছোট ভাই আবদুল মজিদ অভিযোগ করে বলেন, “আবদুস সফুর সৈয়দবাড়ি এলাকায় তাদের বাড়ির পাশে নিজস্ব পুকুরে মাছ ধরতে গেলে প্রতিবেশী মো. ফজল করিম ও মো. কুসুম পূর্ব শত্রুতার জের ধরে তাকে ও তার বোন সেলিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত দু’জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।”
হামলার ঘটনায় চিকিৎসা শেষে থানায় মামলা করবেন জানিয়েছেন আবদুল মজিদ।
বক্তব্য নিতে অভিযুক্ত মো. ফজল করিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী মো. পারভিন বলেন, “পূর্ব শত্রুতার কারণে আমার আমার স্বামীকে প্রতিপক্ষরা মারধর করেছেন। তিনি হাসপাতালে ভর্তি আছেন। তারা কাউকে মারেননি।”
এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন শাকিল বলেন, “মারামারির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জখম অবস্থায় দু’জনকে পাওয়া যায়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধসেরামের টিকা এখনও অনিশ্চিত