রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ইমন দাশ (১৭) নামে এক তরুণ নিখোঁজ হয়েছে।
তিনি শিলক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ব্রাহ্মণপাড়া গ্রামের রতন দাশের ছেলে।
আজ রবিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে একই ইউনিয়নের তালতলা কর্ণফুলী ঘাটে এই ঘটনা ঘটে।
নিখোঁজ তরুণটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, “দুপুরে কয়েকজন বন্ধুর সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে ইমন। গোসল করার এক পর্যায়ে পানির স্রোতে তলিয়ে যায় সে। পরে আমাদের খবর দেয়া হলেও ডুবুরি দল না থাকায় চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানানো হলে তারা উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।”  
        











