রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিকদল নেতা নিহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে এক শ্রমিকদল নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্যম সরফভাটা বুলইন্যা বাপের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তার নাম আবদুল মান্নান (৪০)। তিনি সরফভাটা ২নং ওয়ার্ড জিলানী মাদ্রাসা এলাকার মুহিদুল্লাহ বাপের বাড়ির মো. নাজেরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি বলে জানা গেছে। বাড়ি সরফভাটা হলেও তিনি স্ত্রী সন্তান নিয়ে চন্দ্রঘোনা ভাড়া বাসায় থাকতেন বলে জানান স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পথচারীরা বুলইন্যার বাড়ির কাছে সড়কের নির্জন এলাকায় মান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার সাথে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ছিলো। তবে কারা কি জন্য তাকে হত্যা করেছে সেই ব্যাপারে জানা যায়নি। দেশের পট পরিবর্তনের পর প্রবাসফেরত মান্নান বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানের জনক।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। এখানে ঘুটঘুটে অন্ধকার। পথে তার নিথর দেহ রয়েছে, সাথে একটি মোটরসাইকেল। তবে তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এরমধ্যে একটি বাম চোখের কাছে, বাম হাতে একটা এবং পেটের ডানপাশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক
পরবর্তী নিবন্ধঅধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ