রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত টেঙিতে গাড়ির ধাক্কায় আহত হওয়ার পরে দুদিন চিকিৎসাধীন থাকার পর আবদুল্লাহ আহাদ (১৭) নামে এক জনের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড মোগলের হাটের পশ্চিমে খামারী পাড়া এলাকায়।
গত শনিবার সকাল ৯টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট থেকে চৌমুহনী যাওয়ার পথে শান্তি নিকেতন গুড়া পুকুর পাড়ের সামনে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহতের প্রতিবেশী মো. জসিম জানান, টেঙির সামনে চালকের পাশে বসে চৌমুহনী যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি টেঙির ধাক্কায় আব্দুল্লাহ আহাদ গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে দুর্ঘটনা কবলিত দুটি টেঙির চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকার জনসাধারণ স্বজনদের খবর দিলে তারা তাকে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর তার মৃত্যু হয়। চিকিৎসকদের বরাত দিয়ে প্রতিবেশী জসিম আরও জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। তাকে যদি দ্রুত হাসপাতালে নেওয়া হতো, হয়ত তার জীবনটা রক্ষা পেতো।