রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই লাখ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের চিতাখোলা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কাঠগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সরফভাটা ইউনিয়নের কাজীরবাজার (চিতাখোলা) এলাকা থেকে সেনাবাহিনীর নিয়মিত টহল দল অভিযান চালিয়ে অবৈধ কাঠ উদ্ধার করেন। এর আগেও একইভাবে সরফভাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাঠ জব্দ করা হয়। পরে কাঠগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান জানান, উদ্ধার কাঠের মধ্যে ২০৮ টুকরা সেগুন গোল কাঠ রয়েছে। যেখানে ১৯৪ ঘনফুট কাঠ ছিলো এবং যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।












