রাঙ্গুনিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুরে পরিচালিত পৃথক অভিযানে ২১১ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন পৌরসভার গোডাউন এলাকার মৃত জাফর আহাম্মদের ছেলে সোহেল (২৬) এবং বেতাগী ইউনিয়নের শামসুল (৫৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোডাউন এলাকায় অভিযান চালিয়ে সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে ২১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় চালানোর অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এর আগে উপজেলার বেতাগী ইউনিয়নে অভিযান চালিয়ে শামসুল নামে এক ব্যক্তিকে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রির উদ্দেশ্য এসব মাদক রেখেছেন বলে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, দুই মাদক ব্যবসায়ীকে ধরে থানায় হস্তান্তর করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআধারমানিক সদ্ধর্মালো ভাবনা কুঠিরে কঠিন চীবর দান
পরবর্তী নিবন্ধআনোয়ারায় চিকিৎসা সেবা ক্যাম্প