রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বনাশ্রম ভাবনা কুঠিরে শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্ত) ৪৯তম শুভ জন্মজয়ন্তী, ভূমিদান ও একক সদ্ধর্মদেশনা উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠান গত শুক্রবার শেষ হয়েছে। সমাপনী দিন ভোর থেকে ধুতাঙ্গ ভান্তে কর্তৃক ৪৯তম জন্মদিনের কেক কাটা, দায়ক–দায়িকা ও উপাসক–উপাসিকাদের মাঝে আশীর্বাদ প্রদান, ভিক্ষু সংঘের পিন্ডচারণ, মঙ্গলাচরণ, উদ্বোধনী সংগীত, বরণ সংগীত, দানকৃত ভূমি হস্তান্তর, পঞ্চশীল প্রার্থনা ও গ্রহণ, উদ্বোধনী ভাষণ, স্বাগত ভাষণ ও শুভেচ্ছা বক্তব্য প্রদানসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। এসময় সদ্ধর্মদেশনা প্রদানকালে শীলানন্দ স্থবির ধর্মীয় বিভিন্ন নীতি ও উপদেশ দেন। তার বাণীতে ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই ধরনের মঙ্গল বার্তার মাধ্যমে নির্বাণ লাভের উপায় এবং মৈত্রী বিষয়ে তার গভীর জ্ঞানসম্পন্ন আলোচনা করেন।












