রাঙ্গুনিয়ায় দুই দিনব্যাপী শীলানন্দ মহাস্থবিরের জন্মজয়ন্তী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বনাশ্রম ভাবনা কুঠিরে শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্ত) ৪৯তম শুভ জন্মজয়ন্তী, ভূমিদান ও একক সদ্ধর্মদেশনা উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠান গত শুক্রবার শেষ হয়েছে। সমাপনী দিন ভোর থেকে ধুতাঙ্গ ভান্তে কর্তৃক ৪৯তম জন্মদিনের কেক কাটা, দায়কদায়িকা ও উপাসকউপাসিকাদের মাঝে আশীর্বাদ প্রদান, ভিক্ষু সংঘের পিন্ডচারণ, মঙ্গলাচরণ, উদ্বোধনী সংগীত, বরণ সংগীত, দানকৃত ভূমি হস্তান্তর, পঞ্চশীল প্রার্থনা ও গ্রহণ, উদ্বোধনী ভাষণ, স্বাগত ভাষণ ও শুভেচ্ছা বক্তব্য প্রদানসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। এসময় সদ্ধর্মদেশনা প্রদানকালে শীলানন্দ স্থবির ধর্মীয় বিভিন্ন নীতি ও উপদেশ দেন। তার বাণীতে ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই ধরনের মঙ্গল বার্তার মাধ্যমে নির্বাণ লাভের উপায় এবং মৈত্রী বিষয়ে তার গভীর জ্ঞানসম্পন্ন আলোচনা করেন।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে প্রহসনের নির্বাচন
পরবর্তী নিবন্ধসৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর (ক.) ইন্তেকাল