রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের গুমাইবিলস্থ বুদ্ধ মহাধাতু চৈত্য প্রাঙ্গণে দুই দিনব্যাপী (১৬ ও ১৭ অক্টোবর) কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বুদ্ধ মহাধাতু চৈত্যের প্রতিষ্ঠাতা ও পরিচালক, প্রতিসম্ভিদাসহ ষড়াভিজ্ঞ অরহত অনুবুদ্ধ ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তে) প্রায় ৫০০ বৌদ্ধ কূলপুত্রকে প্রব্রজ্যা প্রদান করেন। দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে ঢাকা, চট্টগ্রাম ও পার্বত্য এলাকার হাজারো বৌদ্ধ ভক্ত–পূজারী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাস্থবির।
উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এলাকার প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ। ভান্তে শীলানন্দ মহাস্থবির তাঁর ধর্মদেশনায় বলেন, “বুদ্ধের ধর্ম ত্যাগ, বিরাগ, আচরণ ও অনুশীলনের ধর্ম। অহিংসা, ক্ষমা ও মৈত্রী ছাড়া দুঃখমুক্তি বা নির্বাণ লাভ সম্ভব নয়।” তিনি আরও বলেন, “রাজপুত্র হয়েও বুদ্ধ বিনা অস্ত্রে, কেবল অহিংসা ও মৈত্রীর মাধ্যমে মানবজাতিকে মুক্তির পথ দেখিয়েছেন।” অনুষ্ঠানে বুদ্ধপূজা, সীবলী পূজা, বুদ্ধমূর্তি দান, কল্পতরু দান, অষ্টপরিষ্কারসহ সংঘদান ও কঠিন চীবর দান মহাসাড়ম্বরে সম্পন্ন হয়। হাজারো পুণ্যার্থী প্রার্থনা ও দান কর্মের মাধ্যমে ধর্মীয় ঐতিহ্যের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করেন। বিজ্ঞপ্তি।