রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় দায়ের কোপ প্রাণ গেল গাছির

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:২৬ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় এক গাছিকে দায়ের কোপ দিয়ে খুন করেছে এক ব্যক্তি। উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম সামশুল আলম (৫৫)। তিনি একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল গ্রামের মো. ইউসুফের ছেলে। আঘাতকারী হলেন একই ইউনিনের পশ্চিম সরফভাটা ৪ নম্বর ওয়ার্ড কান্দেরকূল এলাকার বাসিন্দা ছালেহ আহমদের ছেলে মো. মোজাম্মেল। বর্তমানে সে পলাতক বলে জানিয়েছে পুলিশ।

নিহতের জামাতা মো. সেলিম জানান, তার শ্বশুর একজন গাছি। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। গতকাল শুক্রবার বিকেলে খেজুর গাছে হাড়ি বসাতে গিয়েছিলেন তিনি। এসময় পাশের জমিতে খেজুর গাছের ডালপালা পড়াকে কেন্দ্র করে বর্গাচাষি মোজাম্মেলের সাথে কথা কাটাকাটি হয়৷

একপর্যায়ে গাছি সামশুল আলমকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দিয়ে পালিয়ে যায় মোজাম্মেল। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তার মৃত্যু হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। শীঘ্রই আসামিকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
পরবর্তী নিবন্ধচবি শিক্ষক ধরে প্রক্টর অফিসে দিলো চাকসু নেতারা