রাঙ্গুনিয়ায় তিনটিতে আওয়ামী লীগ দু’টিতে বিদ্রোহী জয়ী

ইউনিয়ন পরিষদ নির্বাচন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ১০:০৪ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ ও দু’টিতে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে।

আজ রবিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়নের মধ্যে ইতিপূর্বে ৮ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বাকী ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হয়। এতে ইসলামপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিরাজুল উদ্দিন চৌধুরী ৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সিরাজুদ্দৌলা দুলাল আনারস প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট। দক্ষিণ রাজানগরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহমদ ছৈয়দ তালুকদার নৌকা প্রতীকে ৭ হাজার ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি এনামুল হক মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৬ ভোট। হোসনাবাদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দানু মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বি মির্জা জসিম উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৬০৫ ভোট। অন্যদিকে লালানগরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার আনারস প্রতীকে ৪ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন পেয়েছেন ২ হাজার ৯১৭ ভোট। এছাড়া বেতাগী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শফিউল আলম আনারস প্রতীকে ৬ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূর কুতুবুল আলম পেয়েছেন ৩ হাজার ৬১৬ ভোট।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে আওয়ামী লীগ নেতা মনজুর কাউন্সিলর নির্বাচিত
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ের চিৎমরমে আওয়ামী লীগ প্রার্থীর জয়