রাঙ্গুনিয়ায় ড্রেজার নৌকার সাথে সাম্পানের ধাক্কায় মাঝি নিখোঁজ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:০৬ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীতে বালু উত্তোলনকারী ড্রেজার নৌকার সাথে সাম্পানের ধাক্কায় নদীতে ছিটকে পড়ে সাম্পানের মাঝি নিখোঁজ হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার বেতাগী ইউনিয়নের গার্ডবাড়ি এলাকায় কর্ণফুলী নদীতে ঘটনাটি ঘটে। তাকে উদ্ধারে আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

নিখোঁজ মাঝির নাম মো. এসকান্দর প্রকাশ বাচা মিয়া (৫৫)। তিনি বেতাগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আমিরপাড়া এলাকার মৃত মো. ইসমাঈলের ছেলে। নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি উদ্ধার না হওয়ায় নদীর পাড়ে আহাজারি করছে স্বজনরা।

তারা জানান, এসকান্দর কর্ণফুলী নদীতে যাত্রী পারাপারসহ ড্রেজিংয়ের কর্মচারীদের খাবার আনা-নেওয়ার কাজ করতেন। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে কর্ণফুলীতে বালু উত্তোলনকারী ড্রেজার নৌকার সাথে সাম্পানের ধাক্কা লাগে। এসময় সাম্পানে থাকা এসকান্দর প্রকাশ বাচা মিয়াসহ আরও একজন নদীতে ছিটকে পড়ে যায়। ড্রেজার নৌকায় থাকা কর্মীরা একজনকে উদ্ধার করতে পারলেও বাচা মিয়াকে উদ্ধার করতে পারেনি তারা।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, “আজ শনিবার সকাল থেকে নিখোঁজ মাঝিকে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে এখনো পাওয়া যায়নি।”

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে বিএনপির পদযাত্রার উদ্দেশ্য অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাকলিয়া থেকে জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার