রাঙ্গুনিয়ায় ডা. রেজাউল করিমের গণসংযোগ

গুজবে কান না দেওয়ার আহ্বান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

নির্বাচন এলেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মাজার ভাঙার মতো মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালায়যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে হীন উদ্দেশ্যপ্রসূত বলে মন্তব্য করেছেন রাঙ্গুনিয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গতকাল শুক্রবার উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ডা. রেজাউল করিম বলেন, রাঙ্গুনিয়ার মানুষ এখন সচেতন। তারা আর মুখের উন্নয়ন কিংবা গুজবনির্ভর অপপ্রচারে বিশ্বাস করে না। জনগণ চায় বাস্তব কাজ, সৎ নেতৃত্ব এবং ন্যায়ভিত্তিক রাজনীতি। শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ডা. রেজাউল করিম বলেন, ভয় ও প্রভাব উপেক্ষা করে বিবেকের রায়ে ভোট দিন। একটি সঠিক ভোটই পারে আগামীর রাঙ্গুনিয়াকে দুর্নীতিমুক্ত ও মানবিক রাঙ্গুনিয়ায় রূপ দিতে।

এদিন তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়ামহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগে তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘রুহানিয়াত বিকাশে কালশ্রেষ্ঠ কিংবদন্তি হলেন হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)’
পরবর্তী নিবন্ধজনগণের খেদমত করতেই ভোটে নেমেছি