রাঙ্গুনিয়ায় ডা. রেজাউল করিমের স্বাস্থ্যসেবা কার্যক্রম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম গত কয়েক সপ্তাহে কমপক্ষে ৬টি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। এতে সেবা পেয়েছেন কয়েক হাজার মানুষ। গতকাল শনিবার সকালে চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় ক্যাম্পেও ছিল উপচেপড়া ভিড়, নারী, পুরুষ, শিশু, প্রবীণ সবাই এক ছাতার নিচে মানবিক সেবার স্বাদ নিতে ছুটে আসেন। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. এটিএম রেজাউল করিম বলেন, রাঙ্গুনিয়ার মানুষের সুস্থতা আমার কাছে রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা আমার দায়বদ্ধতা। মানুষের কষ্ট কমানোই মানবতার সবচেয়ে বড় কাজ। এসময় উপস্থিত ছিলেন বনগ্রাম এলাকার সর্দার হাফেজ ইসহাক, শিক্ষক মুবিনুল হক প্রমুখ। ক্যাম্পে পার্কভিউ ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে দেয়া হয় ফ্রি চিকিৎসা, ওষুধ, স্বাস্থ্যপরামর্শ।

পূর্ববর্তী নিবন্ধশহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধউন্নয়ন পরিকল্পনায় পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে