রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধামাইরহাট মোড় আইয়ুব খানের মিষ্টির দোকানের পশ্চিম কোনা থেকে তাদের ধরা হয়। এসময় তাদের সহযোগী ২-৩ জন পালিয়ে যায়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে লোহার তৈরি কাটার, কাঠের বাটামসহ দা, ধারালো ছুরি, রশি, শিকল এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফেরীঘাট নবগ্রাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. রুবেল(২৪), হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ১নং গেইট রশিপাড়া মদনপুর এলাকার নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম@নাঈম(২১)।
সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, তাদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা দেয়া হয়েছে।তাদের একইদিন দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।