রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় আপন দাশ (১৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার রোয়াজারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আপন রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের মৃদুল দাশের ছেলে। তারা পরিবার নিয়ে রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের দাশ পাড়া গ্রামে থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আপন দাশ রাঙ্গুনিয়া থানা সদর এলাকার একটি গ্রিল ওয়ার্কশপের দোকানে চাকরি করতেন। এদিন বিকালে গ্রিল ওয়ার্কশপের একটি পার্টস আনতে বাইসাইকেল চালিয়ে রোয়াজারহাটে যাচ্ছিল আপন। এসময় পেছন দিক থেকে আসা একটি ইটবোঝাই বেপরোয়া গতির ট্রাক (চট্টমেট্টো ড-১৭-০৭২৮) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় ঘাতক ট্রাকটিকেও জব্দ করেছে পুলিশ।
নিহতের ছোট ভাই কাজল দাশ জানান, তাদের বাড়ি রাউজান হলেও গত ৬ মাস ধরে রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের দাশপাড়া গ্রামে ভাড়া বাসায় সপরিবারে থাকেন তারা। বাবা ভ্যান চালক এবং তারা তিন ভাই সকলেই কর্মজীবী।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, “মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”