রাঙ্গুনিয়ায় জিল্লু ভান্ডারী হত্যা মামলার রায় ১১ জানুয়ারি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৪১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় জিল্লুর রহমান ভান্ডারী হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১১ জানুয়ারি। গতকাল রোববার চট্টগ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালতে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করা হয়। এর আগে গত ৬ ডিসেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, মামলাটি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য সুপ্রীম কোর্টের নির্দেশ রয়েছে। তার আলোকে আমরা ১৩ আসামির ফাঁসি চেয়ে যুক্তিতর্ক শেষ করেছি। খুনের ঘটনায় সবার অপরাধ প্রমাণ করেছি।
উল্লেখ্য, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে জিল্লুর ভান্ডারীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর সিআইডি এ মামলায় আদালতে চার্জশিট দেয়। ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এর আলোকে অভিযোগপত্রে মোট ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জন সাক্ষীকে হাজির করে সাক্ষ্য নিয়েছে রাষ্ট্রপক্ষ।
আসামিদের মধ্যে প্রধান আসামি শহীদুল ইসলাম খোকন ও জাহাঙ্গীর কারাগারে। অন্যদের মধ্যে ইসমাইল, জসিম, কামাল, আবুু, তোতাইয়া, নাছির, সুমন ও রমিজ উদ্দিন রঞ্জু এই ৮ জন পলাতক এবং আজিম, নাজিম ও শাহাব উদ্দিন এই তিনজন জামিনে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে দু গ্রুপে গোলাগুলি জেএসএস নেতাকে ‘অপহরণ’
পরবর্তী নিবন্ধশেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন কর্মসংস্থান হচ্ছে দেড় হাজারের অধিক লোকের