রাঙ্গুনিয়ায় জরিমানার পরও মানানো যাচ্ছে না বিধিনিষেধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ৯:০১ অপরাহ্ণ

কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন রাঙ্গুনিয়ায় যানবাহন ও মানুষের অবাধ চলাচল চোখে পড়েছে।

প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অর্থদণ্ড সহ নানাভাবে সতর্ক করা হলেও তাতেও কাজ হচ্ছে না।

আজ সোমবার (২৬ জুলাই) সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৯টি মামলায় ১,৭০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

যথাযথ কারণ ব্যতীত রাস্তায় চলাচলরত যানবাহনগুলোকে উল্টো দিকে ঘুরিয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী রোয়াজার হাট বাজারে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেন।

এভাবে গত ৪ দিনে রাঙ্গুনিয়ায় বিনা প্রয়োজনে, মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়া ও নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে অন্তত ২৫ মামলায় প্রায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় কিন্তু এরপরও মানুষকে বিধিনিষেধ মানানো যাচ্ছে না।

এদিন সকালের দিকে কাপ্তাই সড়কের গোডাউন এলাকায় দেখা যায়, লকডাউন কার্যকরে পুলিশ সদস্যরা সড়কের একপাশে বসে আছেন অন্যদিকে তাদের সামনেই অবাধে চলছে মানুষ, বিভিন্ন ধরনের পরিবহন। এমনকি রীতিমতো সড়কে যানবাহনের জট লেগে গেছে।

এসময় জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, আমি যদি বাইরে আসা ৫০০ জনকে ধরি, প্রত্যেকের জবাব আছে এবং সবার জবাবই যৌক্তিক। আমরা কি করব?

এই ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, “প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লকডাউন কার্যকরে কাজ করে যাচ্ছে। নিয়মিত বিভিন্ন সড়ক, বাজার, অলিগলিতে অভিযান চালিয়ে জরিমানা ও সতর্ক করা হচ্ছে।”

তবে করোনা মোকাবেলায় সবাইকে নিজ থেকে সতর্ক থাকা ও সরকারি নির্দেশনা মেনে চলা জরুরি বলে মনে করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে লকডাউন অমান্য করায় ১১ মামলা
পরবর্তী নিবন্ধএসএসসি-এইচএসসিতে পরীক্ষা শুধু ৩ বিষয়ে