তরিকায়ে রাহে ভাণ্ডার তরিকার প্রতিষ্ঠাতা, দুলহায়ে হযরত গাউছুল আজম মৌলানা ছুফি ছৈয়দ ছালেকুর রহমান শাহ (ক.) এর ৫৪তম বার্ষিক ওরছ শরীফ গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া রাজানগরের রাহে ভাণ্ডার দরবারে অনুষ্ঠেয় ওরশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল– খতমে কোরআন, কম্বল বিতরণ, গোসল শরীফ, গিলাফ পরিধান, ছেমা মাহফিল ও তাবারুক বিতরণ। ওরশে মাজার প্রাঙ্গনে মহাসমারোহে জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন গোত্রের জনসমাগম হয়। দরবারের সাজ্জাদানশীন খাজা নিজাম উদ্দীন ছালেকী জানান, ওরশ শরীফ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার প্রতি বছরের তুলনায় অনেক বেশি মানুষের সমাগম হয়েছে। মিলাদ কিয়াম শেষে বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশ ও বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত পরিচালনায় মধ্য দিয়ে ওরশের সমাপ্তি ঘোষণা করা হয়। ওরশের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দরবারের নায়েবে মোন্তাজেম শাহজাদা ছৈয়দ বশির আহমদ মনি। প্রেস বিজ্ঞপ্তি।












