রাঙ্গুনিয়া উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে এক বৃদ্ধ খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোস্তাফিজুর রহমান (৭২)। এ ঘটনায় নিহতের স্ত্রী নীল বানু বেগম বাদী হয়ে গতকাল বুধবার সকালে থানায় মামলা করেছেন। মামলায় একই এলাকার আবুল খায়েরের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৫) আসামি করা হয়েছে।
নিহতের স্ত্রী জানান, পেশায় কৃষক মোস্তাফিজুর রহমান ডাব বিক্রি করতেন। দুধ বিক্রির টাকা নিয়ে একই এলাকার জাহাঙ্গীরের সঙ্গে তার স্বামীর বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগে তার স্বামীকে মারধরও করে জাহাঙ্গীর। ওই ঘটনায় গত বছরের ২৯ মার্চ জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
অভিযোগ দায়ের করার পর থেকেই বৃদ্ধ মোস্তাফিজুরকে হুমকি দিয়ে আসছিলেন জাহাঙ্গীর। নিহতের স্ত্রী জানান, গত মঙ্গলবার রাতে রাণীরহাট বাজার থেকে ডাব বিক্রি করে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন তার স্বামী। পথিমধ্যে ফুলবাগিচা গ্রামের নুরুচ্ছাফা তালুকদারের বাড়ির সামনে পৌঁছলে তার ওপর অতর্কিত হামলা চালান জাহাঙ্গীর। এ সময় তিনি মোস্তাফিজুরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক মেজবাহ উল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কী বলেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।