রাঙ্গুনিয়ায় ছালেকুর রহমান শাহের ওরশ ২২ ডিসেম্বর

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

আগামী ২২ ডিসেম্বর (বুধবার) তরীকায়ে রাহে ভান্ডারের প্রতিষ্ঠাতা, দুলহায়ে হযরত গাউছুল আজম মাইজভান্ডারী (ক:) মৌলানা ছুফি ছৈয়দ ছালেকুর রহমান শাহ রাহে ভাণ্ডারীর বার্ষিক ওরশ রাঙ্গুনিয়ার রাজানগরে অনুষ্ঠিত হবে। ওরশে কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, গিলাফ পরিধান, নিয়াজ কোরবানি ও তাবারুক বিতরণ। রাতে অনুষ্ঠিত হবে মাইজাভান্ডারি রীতি অনুযায়ী ছামা মাহফিল। এতে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরঘুনন্দন চৌধুরীর আবির্ভাব উৎসব ১৯ ফেব্রুয়ারি শুরু
পরবর্তী নিবন্ধচন্দনাইশের দক্ষিণ হাশিমপুরে জেলা পরিষদের অনুদান