রাঙ্গুনিয়ায় ছাত্রী নিপীড়নে অভিযুক্ত সেই শিক্ষক বরখাস্ত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ছাত্রী নিপীড়নে অভিযুক্ত সেই শিক্ষককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযুক্ত শিক্ষকের নাম বদিউল আলম। তিনি উপজেলার সন্দ্বীপপাড়া রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমানের সই করা আদেশে বলা হয়েছে, রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিবেদনের আলোকে শিক্ষক বদিউল আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ জন্য তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। আদেশে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন এবং এই আদেশ ১৪ জুলাই থেকে কার্যকর হবে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক বদিউল আলম বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরুতে তাকে শুধু পাঠদান থেকে বিরত রাখা হয়। তবে যথাযথ শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টির প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বদিউল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিন্দুল বারী বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী সেতুর শহর প্রান্তে ট্রাফিক কন্ট্রোল রুম স্থাপনের আহ্বান