রাঙ্গুনিয়ায় ৩০০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আরমান (২৪)।শনিবার রাতে উপজেলার গোডাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় মাদকবহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা (চট্টগ্রাম থ-১৩-০৫৯২) জব্দ করা হয়। আরমান রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী গুচ্ছগ্রাম এলাকার পিয়ার মোহাম্মদের ছেলে।
আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, “গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।