রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৮০ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তার নাম সাজ্জাদ হোসেন (২১)। সে রাউজান পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড উনদা মিয়া হাজী বাড়ির কাজীপাড়া এলাকার মৃত মো. মুছার ছেলে।

গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রাজারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে তার কাছে ১৮০ লিটার চোলাই মদ পাওয়া গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। সে পেশাদার মাদক ব্যবসায়ী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ইতিপূর্বেও রাউজান থানায় তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগকে নীতি ও আদর্শ নিয়ে চলতে হবে
পরবর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ