রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মদ বহনকারী একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার নাম জাহেদুল আলম (৩০)। সে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পিয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির মনির আহমদের ছেলে। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. মাহাবুব মিলকী বলেন, বুধবার রাত ১০ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রানিরহাট ব্রিজের পাশ থেকে আলমকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে কয়েকটি সিন্ডিকেট মাদক ব্যবসা করে আসছিলো। আলম মাদক নিয়ে যাচ্ছে জানতে পেরে পুলিশকে খবর দিলে তারা এসে হাতেনাতে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধসরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
পরবর্তী নিবন্ধমহানবী (সা.) পৃথিবীতে আগম করেছিলেন অন্ধকার যুগকে আলোকিত করার জন্য