রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ৮ লিটার দেশীয় চোলাই মদসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কোদালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাঁচা রাস্তার মটরঘরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেনউপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মো. বেলাল (৩৯), ৬ নং ওয়ার্ডের মো. শওকত হোসেন (২৫), মো. রফিক আলম (৫৫), মো. ইউসুফ, মো. রফিক (৫৪) ও ৯ নং ওয়ার্ডের মো. কামাল উদ্দিন (৫৫)

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধপটিয়ায় পরিত্যক্ত পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ