রাঙ্গুনিয়ায় চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ লিটার চোলাইমদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পদুয়া রাজারহাট এলাকার যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো.খায়রুল ইসলাম (৪৫)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুরাদনগর এলাকার মৃত আব্দুল হাকিম এর ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, খায়রুল ইসলামের হেফাজতে থাকা প্রায় ৯০ লিটার চোলাইমদ এবং তার ব্যবহৃত একটি সিএনজি টেক্সি জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওসি বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসাগরে নৌকা উল্টে নিখোঁজ, ভেসে এল জেলের মরদেহ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার